গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৪, ১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে আঘাতের কারণে তাকে জরুরি ভিত্তিতে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে।

পরিবার প্রথমে তাকে সিএমএইচে নেওয়ার পরিকল্পনা করলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে দুই হামলাকারী এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন ওসমান হাদির ঠিক পেছনে রিকশায় থাকা মো. রাফি, যিনি ঘটনার পুরো মুহূর্তটি প্রত্যক্ষ করেন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ও বিস্তৃত তদন্ত পরিচালনা করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement