ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বক্স কালভার্ট এলাকার কাছে এই সশস্ত্র হামলা ঘটে।
প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে—একটি মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি এসে আচমকা হাদীর দিকে গুলি ছোড়ে এবং মুহূর্তের মধ্যেই দিক পরিবর্তন করে দ্রুত স্থান ত্যাগ করে।
হামলার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুকের বরাতে জানা যায়, দুপুর আড়াইটার কিছু পর তাকে হাসপাতালে আনা হয়। গুলিটি তার বাম কানের নিচে লেগেছে, এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকেরা জরুরি চিকিৎসা শুরু করেন।
এ হামলার খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাটির খবর পেয়েছেন, তবে এখনো সবকিছু নিশ্চিত নয়। ঘটনাস্থলে পাঠানো টিম তথ্য যাচাই করে বিস্তারিত জানাবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাদী এখন ঢামেকে জরুরি চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকেরা তার অবস্থাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন।



























