ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার কাছে তিনি হামলার শিকার হন। তাকে গুরুতর অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে পৌঁছামাত্রই চিকিৎসকেরা জরুরি চিকিৎসা শুরু করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় এবং মুহূর্তে তার ওপর চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, জুমার নামাজ পড়ে মতিঝিল-বিজয়নগর এলাকার কালভার্টের দিক দিয়ে রিকশায় যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার বাম কান ঘেঁষে মাথার দিকে লাগে। হামলার পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত স্থান ত্যাগ করে। রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়লে তৎক্ষণাৎ রিকশায় করেই তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
মিসবাহ আরও জানান, চিকিৎসকরা বলেছেন হাদির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
ঘটনার তদন্ত বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনার হারুনর রশীদ বলেন, আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ফুটেজ হাতে এলেই হামলাকারীদের সংখ্যা, পরিচয় ও গতিবিধি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এখনো ঘটনার সুনির্দিষ্ট ভিডিও পাওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলের কাছাকাছি একটি বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শোনার পরপরই দুই যুবককে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেতে। এসময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটপূর্ণ। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং কানের আশপাশে গুরুতর আঘাত আছে।



























