রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনাটি বিভিন্ন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহও এ হামলার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, তরুণ রাজনীতিক ও সমাজিক কর্মী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এ কামনা করি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর জানিয়েছে, শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথায় বিদ্ধ গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
এর মাত্র একদিন আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), ওসমান হাদি তার ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “যারা আমাকে ময়লা পানি মারতে চান, তারা বাসার ঠিকানা জানাবেন প্লিজ।”
এরও আগে, গত ১৪ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একাধিক হুমকির কথা প্রকাশ করেন। তিনি বলেন, গত তিন ঘণ্টা ধরে বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে কল ও টেক্সট পাঠানো হয়েছে।
তার ভাষ্যমতে, এসব বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা বলা হয়েছে এবং তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতনের ভয় দেখানো হয়েছে।
একই পোস্টে তিনি আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের হিসাব মেটাতে শুধু আমার বাড়ি ঘিরেই নয়, আমাকেও জ্বালিয়ে দেওয়া হবে—এমন হুমকি পাচ্ছি।
কিন্তু ইনসাফের এই লড়াই থেকে আমি নড়বো না। এক আবরারের হত্যা যেমন হাজারো আবরারকে জাগিয়ে তুলেছে, আমাকে হত্যা করলে এ মাটিতে আরও অসংখ্য হাদি তৈরি হবে। স্বাধীনতার দাবির এই উচ্চস্বরে বাধা দেওয়া যাবে না। আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই, আর প্রয়োজনে হাসিমুখে শহীদের মৃত্যু কামনা করি।”
তিনি আরও উল্লেখ করেন, তার পরিবার এবং ঘনিষ্ঠ সহযোদ্ধাদের তিনি আল্লাহর ওপর ভরসা করে সোপর্দ করছেন। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সে দিন তিনি আরও দুইটি স্ক্রিনশট পোস্ট করেন, যেগুলোতে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন অজানা স্থান থেকে বহু কল ও বার্তা পাঠানো হয়েছে তাকে।


































