ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে উত্তেজনার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে, যখন তিনি রাজধানীর বিজয়নগরের রিকশায় যাত্রা করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল থেকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন।
এ ঘটনার মাত্র তিন ঘণ্টা আগে ওসমান হাদি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নেই, তাই এখন কোনো ছেঁড়া-ছিঁড়িরও চাপ নেই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”
এর আগে, নভেম্বর মাসে তিনি দেশি ও বিদেশি মোটামুটি ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। ১৪ নভেম্বর তিনি ফেসবুকে আরও জানান, তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন লাগানোর হুমকি এসেছে, এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
ওসমান হাদি তার পোস্টে লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার মোবাইলে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”
এই সমস্ত ঘটনার মধ্যে তাঁর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা, রাজনৈতিক সহিংসতার মাত্রা এবং নিরাপত্তা হুমকির উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে।




























