রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছোড়ে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারের সময় কোনো গুলি পাওয়া যায়নি; গুলি ইতিমধ্যেই মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে।
ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়েছে এবং বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল। মাথার ভেতরে এবং কানের আশেপাশে গুলি লেগে থাকায় তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচার চলছে।
হাদির সহযোগীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং হামলার পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বোচ্চ চেষ্টা করে তার জীবন রক্ষার জন্য কাজ করছেন।



























