ওসমান হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে: ঢামেক পরিচালক

ওসমান হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে: ঢামেক পরিচালক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৪, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় অস্ত্রোপচারের সময় কোনো গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

হাসপাতাল পরিচালক জানান, ওসমান হাদির অস্ত্রোপচার শেষের দিকে পৌঁছেছে। তবে সার্জনরা জানিয়েছেন, মাথায় প্রবেশ করা গুলি বের হয়ে গেছে এবং অস্ত্রোপচারের সময় তা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এরই মধ্যে গুরুতর অবস্থায় থাকা ওসমান হাদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আড়াইটার দিকে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি কোমায় চলে গেছেন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে প্রাণনাশসহ নানাবিধ হুমকি পেয়েছিলেন বলে সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরিবারের সদস্যদের ওপর হামলা ও ধর্ষণের ভয় দেখানো হয়েছে। তিনি লিখেছিলেন, আওয়ামী লীগের ‘খুনিরা’ তাকে সবসময় নজরদারিতে রাখছে এবং যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement