ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ চলছে: ডিএমপি
Published : ২৩:২০, ১২ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে নিবিড়ভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করে জড়িতদের শনাক্তে বিশ্লেষণ চলছে। থানা পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগও সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি চালাচ্ছে।
ডিএমপি বিশ্বাস প্রকাশ করে জানায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত অন্যান্য আলোচিত ঘটনার মতো এ হামলার সাথেও জড়িতদের দ্রুত গ্রেপ্তার সম্ভব হবে। হামলাকে ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’ মন্তব্য করে ডিএমপি এ ঘটনার তীব্র নিন্দাও জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি জানায়, হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ জানাতে অনুরোধ করা হচ্ছে।
ডিএমপি আরও নিশ্চিত করেছে যে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
বিডি/এএন

































