কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৮, ১৩ ডিসেম্বর ২০২৫

যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে আত্মহত্যা করেছেন দেশসেরা উদ্ভাবক সম্মাননা পাওয়া মিজানুর রহমান (৪৫)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কারাগারের অভ্যন্তরে একটি কার্পেট চালিতে তিনি গলায় দড়ি লাগিয়ে নিজের জীবন শেষ করেন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা এবং আক্কাচ আলীর ছেলে। চলতি বছরের ২৪ জুলাই তিনি শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে প্রবেশ করেন। প্রায় দুই দশক আগে ঘটে যাওয়া এ মামলার রায় তাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

কর্মজীবনের শুরুতে ওয়ার্কশপ মেকানিক হিসেবে কাজ করলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়ে গত দশ বছরে তিনি তৈরি করেন নানান ধরনের যন্ত্রপাতি। বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, অগ্নিনির্বাপণ যন্ত্র, প্রতিবন্ধীদের বিশেষ যানসহ বিভিন্ন উদ্ভাবনের জন্য তিনি পরিচিতি পান ‘উদ্ভাবক মিজান’ নামে। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয় দেশসেরা উদ্ভাবকের পুরস্কার। পরবর্তীতে মানবসেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে নিজের সমস্ত সম্পদ সমাজকল্যাণে দান করেন তিনি।

কারা সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কোনো একসময় তিনি কপোতাক্ষ-৩ ভবন থেকে বের হয়ে চাতুর্যের সঙ্গে কার্পেট চালির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তার আগেই তিনি মারা যান।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, মিজানুর রহমান নিয়মিতভাবে কপোতাক্ষ-৩ ভবনে অবস্থান করতেন। কীভাবে তিনি কার্পেট চালির ভেতরে প্রবেশ করলেন তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে, তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement