হাদির অর্গান কার্যকর আছে: তাসনিম জারা

হাদির অর্গান কার্যকর আছে: তাসনিম জারা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৭, ১২ ডিসেম্বর ২০২৫

মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ কার্যকর আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

ডা. তাসনিম জারা জানান, হাদির ওপর একটি অস্ত্রোপচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক বোর্ড মনে করছেন, আপাতত আরও অপারেশন প্রয়োজন হবে না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাসপাতালের বিশেষজ্ঞরা। তিনি বলেন, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, হাসপাতালে অযথা ভিড় না করতে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের যেসব নেতাকর্মীরা সামনের সারিতে ছিলেন, তাদের প্রতি নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আজকের হামলার ঘটনায় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি—এটি প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা। প্রতিনিয়ত আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।”

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলার পেছনে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement