চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন :হাসনাত আব্দুল্লাহ
Published : ০০:২৭, ১৩ ডিসেম্বর ২০২৫
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় মুখ হিসেবে পরিচিত ‘জুলাই যোদ্ধা’। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ড রোড এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।
হাদির আহত হওয়ার খবর পাওয়ার পরপরই তার ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন বার্তা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন— “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।” এরপর তিনি স্বশরীরে হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ হাদির খোঁজ-খবর নেন এবং তাকে দেখে আবেগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান,
“গুলিটি এখনো হাদির মাথার ভেতরে আছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সবার প্রার্থনা দরকার।”
ঘটনার পর বিজয়নগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম চলছে।
নির্বাচনের উত্তপ্ত সময়ের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এ হামলায় রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে। পরিবার ও সমর্থকরা হাদির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন।
আরএইচ/ ঢাকা



























