দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর দ্বিতীয় দিনেই মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় সময় শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধ এলাকায় পৌঁছায়।
তারেক রহমানের আগমনকে ঘিরে শুক্রবার বিকেল থেকেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে।
ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর মোড় থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়।
সরেজমিনে দেখা যায়, হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। বিপুল জনসমাগম সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে দেখা যায়।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, শুক্রবার দুপুরের পর থেকেই সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা দলে দলে এসে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে থাকেন। প্রিয় নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই উপস্থিতিকে তারা ঐতিহাসিক ও আবেগঘন বলে উল্লেখ করেন।





























