ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, অফিশিয়াল ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০০, ২৬ ডিসেম্বর ২০২৫

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেইজ অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ এই পেইজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি অভিযোগ করে বলেন,
‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে সংঘবদ্ধভাবে স্ট্রাইক এবং রিপোর্ট করা হয়েছে। এর ফলেই আমার ৩০ লক্ষাধিক ফলোয়ারের অফিশিয়াল ফেসবুক পেইজটি রিমুভ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পরিকল্পিতভাবে লিংক শেয়ার করে তার পেইজের বিরুদ্ধে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যা শেষ পর্যন্ত পেইজ অপসারণের কারণ হয়ে দাঁড়ায়।

আসিফ মাহমুদ বলেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি পরিকল্পিত আঘাত এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভিন্নমত দমনের চেষ্টা।এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পেইজটি অপসারণের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাম্প্রতিক সময়ে সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে ফেসবুকে সক্রিয় ছিলেন এবং তার অফিশিয়াল পেইজটি ছিল দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক পেইজগুলোর একটি

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement