গুলিস্তান বহুতল ভবনে আগুন, আতঙ্কে ব্যবসায়ীরা
Published : ১৮:২০, ২৬ ডিসেম্বর ২০২৫
রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হঠাৎ আগুন লাগার খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা ব্যবসায়ী ও ক্রেতারা দ্রুত নিচে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। এতে আশপাশের দোকানদারদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকে নিজ নিজ দোকানের মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বর্তমানে আগুন নেভাতে উদ্ধার অভিযান চলছে।
ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ বোধ করলে তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে গুলিস্তান এলাকায় মানুষের ভিড় বেড়ে যায়। ফুটপাত ও সড়কে লোকসমাগমের কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে আপডেট দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বিডি/এএন

































