সাংবাদিকতায় এআই’র ব্যবহার নিয়ে ডিআরইউতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

সাংবাদিকতায় এআই’র ব্যবহার নিয়ে ডিআরইউতে প্রশিক্ষণ কর্মশালা শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০১, ২৬ ডিসেম্বর ২০২৫

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (সকাল ১০টা) ডিআরইউ মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই এই কর্মশালার পৃষ্ঠপোষকতা করছে।

কর্মশালায় ডিআরইউ’র ৬০ জন সদস্য অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ যেমন বাড়ছে, তেমনি ভুয়া কনটেন্ট শনাক্তকরণ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ সময় ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “কোন কনটেন্ট এআই দিয়ে তৈরি—তা যাচাই করা এখন সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়াতে এমন প্রশিক্ষণ সময়োপযোগী।”

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, “গণমাধ্যমে যে রিপোর্টার এআই সম্পর্কে দক্ষ হবেন, তিনি কর্মদক্ষতা ও পদোন্নতিতে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।” তিনি আরও জানান, ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিআরইউ সদস্যদের জন্য বছরজুড়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুই দিনের এই কর্মশালায় সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার, ফ্যাক্ট-চেকিং, ডিপফেক ও ভুয়া তথ্য শনাক্তকরণ, সাইবার ঝুঁকি এবং ডিজিটাল সুরক্ষা কৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা ও অনুশীলন থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement