সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওসমান হাদির স্মরণে এক মিনিট নিরবতা।
Published : ১৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৫
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) খেলা শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে প্রয়াত এই আন্দোলনকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নীরবতা পালনের সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে শহীদ হাদির ছবি প্রদর্শন করা হয়, যা আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বিসিবি সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী শরীফ ওসমান হাদি গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী মুখ ছিলেন। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত ১৮ ডিসেম্বর ইন্তেকাল করেন।
তার আত্মত্যাগ ও আদর্শকে সম্মান জানাতেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
নীরবতা পালনের পর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিপিএলের ১২তম আসরের খেলা।
এদিকে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় তার সাহস, আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করা হয়। শহীদ হাদির জীবন, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে জানতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি/এএন

































