সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এবারের উদ্বোধনটা ছিল আগের যেকোনো বারের চেয়ে ব্যতিক্রম ও আবেগঘন। টুর্নামেন্টের শুরুতেই বিশেষ সম্মান জানানো হয় শহীদ ওসমান হাদিকে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এর আগে বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। ওই সময় রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে ভিন্ন এক দৃশ্যে দেখা যায়—নীরবতার পাশাপাশি তিনি হাত তুলে মোনাজাতে অংশ নেন এবং প্রয়াত হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী দিনে বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। প্রথম ম্যাচ শেষে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শ্রদ্ধা, আবেগ ও আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বিপিএলের দ্বাদশ আসরের পথচলা।

































