শুক্রবার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ পরিষ্কার করবে বিএনপি

শুক্রবার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ পরিষ্কার করবে বিএনপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৫

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে মাঠে নামছে বিএনপি।

রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এয়ারপোর্ট রোড এবং এর সংলগ্ন এলাকাজুড়ে সৃষ্ট সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানান। তিনি লেখেন, জনস্বার্থ বিবেচনায় উল্লিখিত সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্ট সকল বর্জ্য ও আবর্জনা অপসারণে শুক্রবার সকাল থেকে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

একই পোস্টে তিনি এই উদ্যোগে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি আগাম কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, সাম্প্রতিক গণজোয়ারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে অংশ নেওয়া সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এরই মধ্যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে নতুন বাংলাদেশের স্বপ্ন ও ভবিষ্যৎ রূপরেখার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় মাতৃভূমিতে পা রেখেই তিনি দেশবাসীর উদ্দেশে নতুন প্রত্যাশা ও আশার বার্তা দেন।

তারেক রহমানকে একনজর দেখার জন্য রাজধানীর সড়কের দুপাশে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। পথে পথে তাদের ভালোবাসা ও অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এতে করে মাত্র কয়েক মিনিটের পথ হলেও সংবর্ধনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা।

এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিট, হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সপরিবারে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তিনি। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। একই বছরের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একের পর এক মামলার কারণে তার দেশে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে প্রবাসজীবনে থাকার পর অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বহু বছরের নির্বাসন শেষে ফিরে এসেছেন প্রিয় মাতৃভূমিতে—বাংলাদেশে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement