কারওয়ান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল
Published : ২১:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে তারা আওয়ামী দোসরদের বিচার এবং দখলবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ব্যবসায়ীরা।
সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কারওয়ান বাজারে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন চালিয়েছিল, বর্তমানে আবারও একই কৌশলে সক্রিয় হওয়ার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু দোসর ও চিহ্নিত ব্যবসায়ীর ইন্ধনে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর কারওয়ান বাজারে আওয়ামী চাঁদাবাজরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার সংগঠিত হয়ে দখলবাজির চেষ্টা করছে।
পাশাপাশি বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা ব্যবসায়ীরা অবিলম্বে এসব চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কারওয়ান বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
বিডি/এএন

































