ফেসবুকে আবেগী বার্তায় স্ত্রীকে স্মরণ মির্জা ফখরুলের

ফেসবুকে আবেগী বার্তায় স্ত্রীকে স্মরণ মির্জা ফখরুলের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৮, ৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সহধর্মিণীকে ঘিরে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি জীবনের নানা মুহূর্তে স্ত্রীর ভূমিকার কথা গভীর অনুভূতির সঙ্গে তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, জীবনের পথচলায় যিনি তাকে সবচেয়ে বেশি সাহস ও শক্তি জুগিয়েছেন, যিনি তাদের দুই কন্যাকে মানবিক মূল্যবোধে গড়ে তুলেছেন—তিনি তার স্ত্রী। আজ সেই মানুষটিকে পাশে রেখেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল এবং এখনো আছে—সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। এই আদর্শকে সামনে রেখেই তিনি পরিবার থেকে দূরে থেকে ঠাকুরগাঁওয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বলে জানান।

ভোটারদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, তার নিয়ত সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত এবং তিনিই চূড়ান্ত বিচারক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যা কিছু অর্জন করেছেন, তা জনগণের সমর্থন, দোয়া এবং আল্লাহর রহমতের ফল বলেও পোস্টে উল্লেখ করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement