রোনালদোর সঙ্গে তুলনায় আপত্তি ইয়ামালের

রোনালদোর সঙ্গে তুলনায় আপত্তি ইয়ামালের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫

গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা ফরোয়ার্ডের সম্মান অর্জন করেছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই এই স্বীকৃতি পাওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে মেসি–রোনালদোর সঙ্গে তুলনা।

তবে এমন তুলনাকে একেবারেই পছন্দ করছেন না ইয়ামাল। তার স্পষ্ট বক্তব্য—কারও সঙ্গে নিজেকে মেলাতে চান না, নিজের মতো করেই পথ চলতে চান।

বিশেষ করে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার তুলনা নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু ইয়ামালের ভাষায়, রোনালদো কিংবা অন্য কিংবদন্তিরা যেটা করেছেন, তা করেছেন নিজেদের স্টাইলে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি নিজস্ব পরিচয় গড়ে তুলতে চান।

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মন্তব্য করেন ইয়ামাল। পুরস্কার বিতরণীর সময় সামনের সারিতে বসে ছিলেন স্বয়ং রোনালদো। ওই অনুষ্ঠানে ইয়ামাল একসঙ্গে ‘বেস্ট ফরোয়ার্ড’ এবং ‘বেস্ট আন্ডার-২৩ মেল প্লেয়ার’—এই দুই পুরস্কারই জেতেন।

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়, তিনি কাকে অনুসরণ করেন বা কার সঙ্গে তুলনা হতে ভালো লাগে। জবাবে ইয়ামাল বলেন, নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা না করাই সবচেয়ে ভালো। তিনি জানান, রোনালদোর মতো খেলোয়াড়রা নিজেদের পথ নিজেরাই তৈরি করেছেন, আর তিনিও সেই পথেই হাঁটতে চান।

ইয়ামালের এই বক্তব্যের পর ক্যামেরা ঘুরে যায় রোনালদোর দিকে। তরুণ তারকার কথায় হাসিমুখে মাথা নেড়ে সম্মতি জানান আল-নাসর তারকা। অনেকেই এটিকে ইয়ামালের প্রতি রোনালদোর সম্মান ও সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন।

২০২৫ সাল ইয়ামালের জন্য ছিল সাফল্যে ভরা। বার্সেলোনার জার্সিতে লা লিগাসহ তিনটি শিরোপা জয়ের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ফাইনালেও খেলেন তিনি। যদিও সেই ফাইনালে টাইব্রেকারে রোনালদোর পর্তুগাল শিরোপা জিতে নেয়।

এদিকে রোনালদোর জন্যও রাতটি ছিল বিশেষ। তিনি ‘বেস্ট মিডল ইস্টার্ন প্লেয়ার’ এবং ‘অল টাইম টপ গোলস্কোরার’—এই দুটি পুরস্কার নিজের করে নেন। এর আগেও ইয়ামালকে ‘একজন ফেনোমেনন’ আখ্যা দিয়ে রোনালদো প্রকাশ্যে তার প্রশংসা করেছিলেন এবং তরুণ এই ফুটবলারের ওপর অযথা চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement