নগরীতে আবারও প্রাণ ফিরে পেল কনাই নদী

নগরীতে আবারও প্রাণ ফিরে পেল কনাই নদী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১২, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা গেজেটিয়ার ও ১৯৬০ সালের ঢাকা ম্যাপে রাজধানীর ভেতরে কনাই, নড়াই, দেবদোলাই ও জিরানি নদীর অস্তিত্বের উল্লেখ পাওয়া গেলেও সময়ের প্রবাহে এসব নদী একে একে হারিয়ে গেছে।

সেই হারিয়ে যাওয়া নদীগুলোর মধ্যে কনাই নদীতে নতুন করে আবারও পানি প্রবাহ ফিরিয়ে এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে সোমবার (২৯ ডিসেম্বর) উত্তরা এলাকায় ডিএনসিসির উদ্যোগে আয়োজন করা হয় ‘হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার উদযাপন অনুষ্ঠান’। অনুষ্ঠানটি ঘিরে নগরবাসী ও পরিবেশকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, পানি উন্নয়ন বোর্ডের বোর্ড মেম্বার ও পরিবেশকর্মী আমিনুর রসুল, পরিবেশকর্মী মিহির বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।

অনুষ্ঠানে বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার করে আমরা প্রমাণ করেছি—ইচ্ছা থাকলে ঢাকার ভেতরেও আবার জলপথ ফিরিয়ে আনা সম্ভব। ভবিষ্যতে যারা নগর পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের কর্তব্য হবে এই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া।

তিনি আরও জানান, কনাই নদীকে নৌচলাচল উপযোগী করতে প্রায় ৯ কিলোমিটার এলাকায় প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রথমে মাঠপর্যায়ে সমীক্ষা চালানো হয়। এরপর পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুলসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement