ভিক্ষা করে ফরম কিনে এমপি পদে প্রার্থী মুনসুর

ভিক্ষা করে ফরম কিনে এমপি পদে প্রার্থী মুনসুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন ফকির আবুল মুনসুর। ভিক্ষা করে জমানো অর্থ দিয়েই তিনি মনোনয়নপত্রের ফরম কিনেছেন—এই ঘটনাই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।

নিজের জীবনসংগ্রামের কথা তুলে ধরে মুনসুর ফকির বলেন, তিনি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার বাসিন্দা এবং মরহুম চান মিয়ার সন্তান। দীর্ঘদিন ধরেই মানুষের আর্থিক সহায়তায় তার সংসার চলে। বর্তমানে বয়স ৭১ বছর, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করছেন।

তিনি জানান, অনেক দিন ধরেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন লালন করে আসছেন। সে লক্ষ্যেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে সমর্থন চেয়েছেন এবং সাড়া পেয়েছেন। সেই উৎসাহ থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।

মুনসুর ফকির আরও বলেন, ত্রিশাল থেকে অতীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা গরিব মানুষের খোঁজখবর তেমন রাখেননি। সুযোগ পেলে তিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে কাজ করবেন।

ভিক্ষুক পরিচয়ধারী একজন মানুষের সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement