প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানই দেশের প্রয়োজন

প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানই দেশের প্রয়োজন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৩, ৩০ ডিসেম্বর ২০২৫

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি ও মানুষের কল্যাণে যেসব প্রতিষ্ঠান সাহসিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে, বর্তমান সময়ে দেশ তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে।

তার মতে, সমাজের সব স্তরে একা সরকারের পক্ষে পৌঁছানো সম্ভব নয়; এ ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান সরকারের সবচেয়ে শক্তিশালী সহযোদ্ধা হিসেবে ভূমিকা রাখতে পারে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি গণমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় যেসব প্রতিষ্ঠান মাঠপর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, তাদের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিতভাবে কাজ করা জরুরি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাসমান হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ শুধু সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করে।

তিনি জানান, হাওর এলাকায় মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে ভাসমান হাসপাতাল একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হতে পারে। পাশাপাশি একক ব্যবহার্য প্লাস্টিকমুক্ত আয়োজনের মাধ্যমে আয়োজকেরা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান বলেন, দেশের মাটিতে পাওয়া যে কোনো স্বীকৃতি ও সম্মান দায়িত্বের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার পথ দেখায়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement