আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল অঞ্চলে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন দলের তিনজন প্রভাবশালী নেতা। নানা ধরনের তদবির ও চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন।
তবে মনোনয়ন না পেলেও এবার তাদেরকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে স্থান পাওয়ায় ওই নেতাদের পাশাপাশি তাদের অনুসারীরাও বেশ উচ্ছ্বসিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত এবং দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। একই কমিটিতে এক নম্বর সদস্য করা হয়েছে আরেক মনোনয়ন বঞ্চিত নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালকে। তিনি বরিশাল-৫ সদর আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন।
এছাড়া কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম স্বজলকে।
মনোনয়ন না পেলেও কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পাওয়ায় বরিশালের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
































