অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তারেক রহমানের
Published : ১৬:০১, ৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভাবিত সুযোগগুলোকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল উভয়কেই মিলিতভাবে কাজ করতে হবে, যাতে দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারেক রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা।
এতে যুক্তফ্রন্টের প্রতিনিধিরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকে অংশগ্রহণকারীরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই দেশের ভিত্তি, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই ঝুঁকিতে পড়ে। তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাম নেতারা বৈঠকে জোর দেন যে, ৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তিগুলো যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতায় না আসে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন নিশ্চিত করা হোক।
এ সময় তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানান।
বিডি/এএন






























