হাসপাতাল থেকে ছাড়পত্রের পর গোপন স্থানে ওবায়দুল কাদের
Published : ০০:৫৩, ৬ জানুয়ারি ২০২৬
ঠান্ডাজনিত জটিলতায় গলায় ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে তিনি গোপন স্থানে চলে গেছেন বলে
একাধিক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা ওবায়দুল কাদের বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে দুই দিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিনি ঠান্ডাজনিত সমস্যা, গলার ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগেও দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে একাধিক মামলার আসামি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বর্তমানে তার অবস্থান ও চলাচল সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিডি/এএন
































