ওসমান হাদি হত্যা মামলা চার্জশিট প্রসঙ্গে বিকেলে ডিএমপির ব্রিফিং

ওসমান হাদি হত্যা মামলা চার্জশিট প্রসঙ্গে বিকেলে ডিএমপির ব্রিফিং ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৯, ৬ জানুয়ারি ২০২৬

ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি ও চার্জশিট দাখিলের বিষয়ে আজ বিকেলে ব্রিফিং ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ জানান, ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট প্রদান সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই অবশ্যই দাখিল করা হবে। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উল্লেখ্য, ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দ্রুত চার্জশিট দাখিলের দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। আজকের ব্রিফিংয়ে মামলার তদন্ত অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement