ভোরে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান

ভোরে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০০, ৬ জানুয়ারি ২০২৬

জাপানে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলেও দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

জাপানের শিমানে প্রিফেকচার ও পার্শ্ববর্তী টোটোরি প্রিফেকচার এলাকাকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল আনুমানিক ৬ মাইল।

প্রথম কম্পনের পর অল্প সময়ের ব্যবধানে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এ ছাড়া একই এলাকায় বেশ কয়েকটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির আশঙ্কাও নেই। তবে সতর্কতামূলকভাবে আগামী দুই থেকে তিন দিন ভূমিকম্পজনিত ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেট একে অপরের সঙ্গে সংযুক্ত। এ কারণেই দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

প্রায় ১২৫ মিলিয়ন মানুষের বসবাসকারী এই দ্বীপদেশে প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যার বেশিরভাগই কম মাত্রার হলেও মাঝেমধ্যে শক্তিশালী কম্পন দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement