রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতার গুলিতে মৃত্যু

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতার গুলিতে মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০০, ৭ জানুয়ারি ২০২৬

ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুইজন আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোসাব্বিরের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায়, বসুন্ধরা মার্কেটের পেছনে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজিজুর রহমান মোসাব্বিরকে দ্রুত পান্থপথ এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিষয়টি তদন্ত করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement