তথ্য-প্রমাণ ছাড়া আমার ওপর নির্লজ্জ মিথ্যাচার করছেন ইলিয়াস হোসেন: সারজিস আলম
Published : ২০:১৫, ৭ জানুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন ইলিয়াস হোসেন ও মীর জাহান।
বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
সারজিস আলম বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে, অর্থের বিনিময়ে কিংবা কোনো গোষ্ঠীকে খুশি করার লক্ষ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, অভিযুক্তদের যদি সামর্থ্য থাকে, তাহলে তারা উপযুক্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করুক। কিন্তু তা না করে একের পর এক মনগড়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
এনসিপির এই নেতা আরও বলেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে কারও না কারও অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে এসব ব্যক্তির মুখোশ একদিন না একদিন উন্মোচন হবেই বলে তিনি বিশ্বাস করেন।ৎপোস্টে তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে লেখেন, তথ্য-প্রমাণ ছাড়াই কাউকে নিয়ে ঘৃণ্য অপপ্রচারে লিপ্ত ব্যক্তিরা যেন এর ফল দুনিয়াতেই ভোগ করে।
বিডি/এএন

































