নতুন প্রস্তাব বিসিবিকে রাজি করাতে হাজির বিসিসিআই

নতুন প্রস্তাব বিসিবিকে রাজি করাতে হাজির বিসিসিআই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৩, ৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিয়ে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে, তবে এ পর্যন্ত আইসিসি থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই এই পরিস্থিতি সমাধানের জন্য আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে ভারতে খেলাতে রাজি করানোর একটি প্রস্তাব পাঠাতে যাচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসির মাধ্যমে একটি অনলাইন সভার আয়োজন করা হয়েছে, যেখানে বিসিসিআই ভারতের সরকারের পক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের প্রস্তাব উপস্থাপন করবে।

বিসিবির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার থেকে নিরাপত্তা সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকায় তারা এই বিষয়ে অবস্থান পরিবর্তন করতে পারবে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “এ মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে আমাদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি, কারণ এটি একটি আইসিসি টুর্নামেন্ট এবং আলোচনা ও যোগাযোগের দায়িত্ব আইসিসির।”

এ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এখনও অনড় রয়েছে। যদিও আইসিসি ও বিসিসিআই যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবুও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আগামী অনলাইন সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement