রাজধানীর তেজগাঁও এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যিনি মুছাব্বির নামেও পরিচিত, দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। একই ঘটনায় আবু সুফিয়ান নামের আরও একজন গুলিবিদ্ধ হন। আহত সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলির ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে। এর ফলে কাওরান বাজার মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মুছাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা মোট পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, বসুন্ধরা মার্কেটের পেছনের তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা এই গুলি চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
































