গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য রদবদল দেখা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় অবস্থিত কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা ও হাবিব।
এ ছাড়া এনসিপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের মোট ৫৫ জন নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজও বিএনপিতে যোগ দেন।
শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান জানান, জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এনসিপির নেতাকর্মীরা মনে করেন
স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রজনতা ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেই অবস্থান থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,
যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল,
বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন এবং সদস্য সচিব আজিজুল হক রাজনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

































