রংপুরে গ্রেফতারের পর ফেসবুকে পোস্ট
Published : ২২:৩১, ৭ জানুয়ারি ২০২৬
রংপুরের বদরগঞ্জে বিশেষ অভিযানে হুমায়ুন কবীর নামে এক যুবলীগ নেতাকে গ্রেফাতরের পর তার ফেসবুক পোস্ট কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতার হওয়ার পরই ওই নেতা নিজের ফেসবুক আইডিতে ‘আমাকে পুলিশ ধরল’ এমন একটি পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ও সমালোচনার জন্ম দেয়। আজ ৭ জানুয়ারি বুধবার দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বও ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড যুবলীগের নেতা। পুলিশ সূত্রে জানা যায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পোস্টে সংক্ষিপ্তভাবে লেখা ছিল,‘আমাকে পুলিশ ধরল’। বিষয়টি নজরে আসতেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সাধারণ মানুষের প্রশ্ন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় একজন অভিযুক্ত কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে পারে।
এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন অনেকেই। পুলিশ জানা যায়, গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জাহিদ সরকার বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনের মামলায় যুবলীগ নেতা হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। হুমায়ুন কবীরের ফেসবুক আইডিতে ওই বিতর্কিত পোস্টটি আর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সমালোচনার মুখে পোস্টটি ডিলিট করা হয়েছে।
বিডি/এএন

































