দেশের বর্তমান সংকটময় সময়ে জাতির দৃষ্টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকেই নিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এমন এক কঠিন সময়ে জনগণ নতুন করে আশার আলো দেখছে এবং সেই আশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের এই কঠিন বাস্তবতায় তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। তার ফিরে আসাকে কেন্দ্র করে মানুষের মনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জাতি এখন বুকভরা আশা নিয়ে তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে এবং দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছে।
এদিন সকাল সোয়া ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























