সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চ্যয়ারম্যান যা বললো

সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চ্যয়ারম্যান যা বললো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৯, ১০ জানুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে, মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে সেটি কখনো মতবিরোধে পরিণত হওয়া উচিত নয়। তিনি জোর দিয়েছেন যে, সকল সমস্যা ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তার ভাষ্য, “আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।”

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, যদিও সব আশা একেবারে পূরণ করা সম্ভব নয়, তবু দেশের মানুষ স্বপ্ন দেখছে। তিনি বলেন, সবাই যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করি, তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব।

এক পর্যায়ে একজন সাংবাদিক নেতা তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে, তারেক রহমান বিনয়ের সঙ্গে জানান, তাঁর নামের আগে দয়া করে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করা হোক।

দীর্ঘদিন প্রবাসে থাকার প্রসঙ্গেও তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশে ছিল।”

যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায়, শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement