তারেক রহমান জানালেন ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপের কার্যক্রম

তারেক রহমান জানালেন ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপের কার্যক্রম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৫, ১০ জানুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ফেসবুকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন দলটির নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’।

শনিবার (১০ জানুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে, পলিসি-ভিত্তিক আলোচনা চালু করার এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net)। এটি দেশের রাজনীতিতে প্রথমবারের মতো ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

তারেক রহমান জানান, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস ব্যবহারবান্ধব ও পরিচিত। এখানে ব্যবহারকারীরা তাদের মতামত প্রকাশ করতে পারবেন, প্রতিটি স্ক্রিনে প্রদত্ত বিএনপির পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেখে সোয়াইপের মাধ্যমে তাদের অবস্থান জানাতে পারবেন।

অ্যাপটিতে ‘Opinion’ অপশনও রাখা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা লিখে পলিসি বিষয়ে তাদের পরামর্শ দিতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেনারেল-জি, তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করা, এবং জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কনটেন্ট রাখা হয়েছে, যা বিএনপির পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেবে।

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসি-ভিত্তিক রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

তারেক রহমান উল্লেখ করেছেন, “আপনার মতামতই ভবিষ্যৎ গড়ার শক্তি।” বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: www.matchmypolicy.net।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement