জামায়াতের আমির পেলেন সরকারি গানম্যান

জামায়াতের আমির পেলেন সরকারি গানম্যান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৩, ১৩ জানুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান প্রদানের জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি লিখিত পত্র প্রেরণ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের জীবনে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি রয়েছে। এই কারণেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তা জোরদারের জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা সুপারিশ করা হয়েছে।

এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট পাঠায়। ওই সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement