ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ দলের

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ দলের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে ফাইনালের পথে বড় সুযোগ পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে লিটন দাসের দল এক ধাপ এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ে।

তবে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টসের পর জাকের জানান, উইকেট দেখে রান তাড়া করার কৌশল নিয়েছেন তারা। তার ভাষ্য, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে, তাই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, লিটন দাস চোটের কারণে খেলতে পারছেন না।

আগের ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। লিটনের জায়গায় ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement