চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানকে কোনো পাত্তা দিতে পারেনি। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে পাকিস্তান বাজেভাবে হেরে গেছে।
দলের এই ব্যর্থতার খবর পৌঁছেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। সেই সঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে জয় নিশ্চিত করার জন্য নিজের মতামতও জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান।
এই সাক্ষাতের সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। সেই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং আর্মি চিফ জেনারেল মুনিকে তিনি খোঁচা দিয়েছেন।
এ বিষয়ে আলিমা জানান, ইমরান খানের পরামর্শ অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেন করতে হলে আর্মি চিফ জেনারেল মুনি এবং পিসিবি চেয়ারম্যান নাকভিকে সুযোগ দেওয়া উচিত।
ইমরান এখানেই থেমে থাকেননি। তিনি জানিয়েছেন, ভারতকে হারানোর জন্য আম্পায়ার হিসেবে থাকা উচিত প্রাক্তন প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক সিকান্দর সুলতান রাজাকে। তৃতীয় আম্পায়ার হিসেবে তিনি ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে দেখতে চান।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান মনে করেন, নাকভির অযোগ্যতা এবং স্বজনপোষণই পাকিস্তান ক্রিকেটের বর্তমান দুরবস্থার মূল কারণ। এছাড়াও তিনি বিশ্বাস করেন, গত বছরের নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পতনের পেছনে জেনারেল মুনির দায়ী।
ইমরানের মতে, প্রাক্তন প্রধান বিচারপতি ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক রাজার সহায়তায় মুনি তার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন।