লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে বার্সেলোনার জার্সিতে লেখা। টানা ১৭ বছর ক্যাম্প ন্যুতে কাটানো এই আর্জেন্টাইন সুপারস্টার একের পর এক রেকর্ড গড়েছেন ও ভেঙেছেন কাতালান ক্লাবের হয়ে।
কিন্তু ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে প্রিয় ক্লাব ছেড়ে যেতে বাধ্য হন তিনি। সেদিন সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় বলার সুযোগও পাননি মেসি। তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন—একদিন আবার ফিরবেন ক্যাম্প ন্যুতে।
সম্প্রতি সেই প্রতিশ্রুতিরই প্রতিচ্ছবি দেখা গেছে। সোমবার (১০ নভেম্বর) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে মেসি জানান, তিনি গোপনে সফর করেছেন ক্যাম্প ন্যুতে। ছবির সঙ্গে দেওয়া আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, “গত রাতে ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটিকে আমি সত্যিই ভীষণভাবে মিস করি। এখানে আমি ছিলাম সবচেয়ে সুখী। তোমরা আমাকে হাজারবার বিশ্বের সবচেয়ে আনন্দিত মানুষ বানিয়েছ।”
একই সঙ্গে মেসি আবারও জানালেন, ভবিষ্যতে ক্যাম্প ন্যুতে ফেরার আশা তার এখনো জীবন্ত। তার কথায়, “আশা করি, একদিন ফিরে আসব। শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়… কারণ সেটা তো কখনোই পারিনি।”
বার্সেলোনার ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে বর্তমানে চলছে ব্যাপক সংস্কার কাজ। সেই কারণেই সেখানে বহুদিন ধরে কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। রাফিনিয়া, ইয়ামালসহ বর্তমান দল অনুশীলনে ফিরলেও প্রতিযোগিতামূলক ম্যাচ শুরুর তারিখ এখনও ঘোষণা করেনি ক্লাব কর্তৃপক্ষ।
তবে আশা করা হচ্ছে, আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন রূপে ক্যাম্প ন্যু ফিরবে আলোচনায়।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্লাবের পরিকল্পনায় মেসির জন্য রয়েছে বিশেষ সম্মাননা অনুষ্ঠান। তিনি বলেন, “আমরা অবশ্যই চাই, ক্যাম্প ন্যু পুরোপুরি প্রস্তুত হলে মেসির জন্য একটি স্মরণীয় শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করতে। এটি হবে আমাদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে সুন্দর মুহূর্ত।”































