নির্ধারিত সময়ের পর হবে বিপিএল নিলাম

নির্ধারিত সময়ের পর হবে বিপিএল নিলাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৩, ১১ নভেম্বর ২০২৫

চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)–এর ১২তম আসর। এবার অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আগামী ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে এমন সময়সূচি নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

আগে ঘোষিত সূচি অনুযায়ী খেলোয়াড় নিলাম হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর, তবে সেটি পিছিয়ে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর আর ড্রাফট নয়, দীর্ঘদিন পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হবে। এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বিদেশ থেকে অভিজ্ঞ কর্মী আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক শীর্ষ পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যদি বিদেশ থেকে বিশেষজ্ঞ না আনা যায়, তাহলে বিকল্প হিসেবে সিলেট অঞ্চলে থাকা কয়েকজন দক্ষ ব্যক্তিকে নিলাম পরিচালনায় যুক্ত করার চিন্তাও রয়েছে। যেহেতু ওইদিন বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএলের নিলাম অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটা থেকে।

উল্লেখ্য, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করা হয়। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। এছাড়া নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহীর মালিকানা, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেটের এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকার দায়িত্ব।

বিপিএল ২০২৫-এর পাঁচ ফ্র্যাঞ্চাইজি দল:

  • রংপুর রাইডার্স

  • ঢাকা ক্যাপিটালস

  • সিলেট টাইটান্স

  • রাজশাহী ওয়ারিয়র্স

  • চিটাগং রয়েলস

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement