মুশফিকের ৯৯তম টেস্টে নামছে বাংলাদেশ

মুশফিকের ৯৯তম টেস্টে নামছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৫, ১০ নভেম্বর ২০২৫

চার মাস বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল।

এই ম্যাচটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের ৯৯তম টেস্ট হতে যাচ্ছে, যা ঘিরে দলে রয়েছে বেশ উচ্ছ্বাস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকলে সবসময়ই আমাদের জন্য সেটা আনন্দের। কারণ টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা অনেক বড় একটি বিষয়। উনার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার দলকে অনেকভাবে সহায়তা করেন।”

শান্ত আরও যোগ করেন, “বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলানোর কৌশল নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি, আর সেখানেই মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের দারুণভাবে সাহায্য করে।”

তিনি বলেন, “আমরা সবাই চাই মুশফিক ভাই যেন সুস্থভাবে নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে পারেন। ইনশাআল্লাহ, তিনি ভালোভাবে এই দুই ম্যাচ খেলবেন। তার ১০০তম টেস্টটি আমরা সবাই মিলে উদযাপন করতে চাই, পাঁচটি দিন যেন আনন্দে ভরপুর হয়।”

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা করা হয়েছে—
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা ও হাসান মুরাদ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement