বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিচ্ছে নিজেদের প্রস্তুতি। দেশি ক্রিকেটাদের সঙ্গে সরাসরি চুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, আর এবার কোচিং স্টাফ গঠনের কাজেও দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী দলের কোচিং বিভাগে এসেছে নতুন পরিবর্তন।
প্রথম দিকে হান্নান সরকারকে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর পর এবার দলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির এইচপি ইউনিটের ব্যাটিং কোচ রাজিন সালেহ, যিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ঘরোয়া বিভিন্ন লিগে দীর্ঘদিন কোচিং করার অভিজ্ঞতা রয়েছে তার, পাশাপাশি বিপিএলেও আগে কাজ করার ইতিহাস আছে।
খেলোয়াড়দের দিক থেকেও রাজশাহীর কার্যক্রম গতি পেয়েছে। তারা প্রথমে দলে ভিড়িয়েছে তানজিদ তামিমকে। একই দিনে চুক্তিবদ্ধ হয়েছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এসব উদ্যোগ দলকে আরও শক্তিশালী করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


































