ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল

ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪১, ২৮ নভেম্বর ২০২৫

পর্তুগিজ ফুটবলের মুখ হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামই সবার আগে আসে। বিশ্বকাপ ব্যতীত তাঁর ঝুলিতে জুটেছে ফুটবলের প্রায় সব বড় অর্জন।

সেই রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়ে যে নতুন প্রজন্ম ফুটবলে পথচলা শুরু করেছিল, তাদের হাত ধরেই এবার প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জেতে দেশটি।

ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়া এবং পর্তুগাল আক্রমণ–প্রতিআক্রমণে উত্তেজনা ছড়াতে থাকে। তবে ৩২তম মিনিটেই ম্যাচের একমাত্র গোলটি তুলে আনেন আনিসিও কাব্রাল। ডানদিক থেকে কুনহার দারুণ কাট–ব্যাক পাস ধরে বাঁ–পায়ের মৃদু টোয়ের ফিনিশিংয়ে গোল করেন তিনি। কুনহার নিখুঁত সিদ্ধান্ত ও দুর্দান্ত পাসের জন্য গোলটির কৃতিত্ব তিনিও প্রাপ্য।

৪১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু তা কাজে লাগাতে না পারায় প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে তাদের লিড ধরে রেখে।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের শক্তিশালী হেড যদি পোস্ট লক্ষ্যভেদ করত, তাহলে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠত। কিন্তু পর্তুগালের রক্ষণভাগ অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দেয়। ইনজুরি টাইমেও গোলের দেখা না পাওয়ায় অস্ট্রিয়া শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে ব্যর্থ হয়।

বল দখলে (৫৮ শতাংশ) এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখায় পর্তুগাল। দুই দল মিলে পুরো ম্যাচে ৪৩টি ফাউল হয়, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের তীব্রতা আরও তুলে ধরে। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে পর্তুগালের তরুণ ফুটবলাররা উচ্ছ্বাসে ফেটে পড়ে—কারণ, এটাই দেশের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement