বিশ্বকাপ না খেললে বিসিবির কাছে যে অনুরোধ শান্তর

বিশ্বকাপ না খেললে বিসিবির কাছে যে অনুরোধ শান্তর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫১, ২৪ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব না হয়, তাহলে জাতীয় দলের ক্রিকেটারদের দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য বিকল্প প্রতিযোগিতার আয়োজনের দাবি জানিয়েছেন রাজশাহীর ওয়ারিয়র্সকে শিরোপা জেতানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২৪ জানুয়ারি) ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের মতামত তুলে ধরেন তিনি।

শান্ত বলেন, যদি বিশ্বকাপে খেলা না হয়, তাহলে বোর্ডের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন ক্রিকেটারদের জন্য আরও একটি মানসম্মত ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে সবাই নিয়মিত খেলতে পারবে। মাঠের বাইরের বিষয়গুলো দ্রুত সমাধান করে মাঠের ক্রিকেট যেন স্বাভাবিকভাবে চালু রাখা যায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক হয়েছে। এ প্রসঙ্গে শান্ত বলেন, ক্রিকেটারদের সঙ্গে এই ধরনের আলোচনা হওয়াটা অবশ্যই ইতিবাচক। কথা হয়েছে, পরিবেশও ছিল স্বাস্থ্যকর। ক্রিকেটারদের ডাকা হয়েছে—এটাই খুশির বিষয়। তবে এই আলোচনা আরও আগে হওয়া দরকার ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে কঠিন। কারণ এই আলোচনায় আমি সরাসরি যুক্ত ছিলাম না এবং আমার সঙ্গে যোগাযোগও করা হয়নি।

এ ছাড়া দেশের বিভিন্ন স্তরের ক্রিকেট, বিশেষ করে ক্লাব ও প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে চলমান সমালোচনা ও সংকট নিয়েও কথা বলেন টেস্ট দলের এই অধিনায়ক।

তিনি বলেন, ঢাকার ক্রিকেট নিয়েও নানা অভিযোগ ও সমালোচনা শোনা যাচ্ছে। এ ক্ষেত্রেও বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে, যেন আগের আসরগুলোর চেয়ে আরও গুছানো ও সুন্দরভাবে প্রতিযোগিতা আয়োজন করা হয়। একজন খেলোয়াড় হিসেবে বলতে চাই, গত এক-দুই বছরে মাঠের বাইরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়েছে।

শান্ত আরও বলেন, যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের সবাইকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে, যেন ক্রিকেটটা নিয়মিত চালু রাখা যায়। খেলা হয়তো চলছে, তবে কীভাবে আরও ভালো ও সুশৃঙ্খলভাবে ক্রিকেট পরিচালনা করা যায়, সে বিষয়ে ভাবা জরুরি। বর্তমানে সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে—পরবর্তী সময়ে কী হবে, সেটি পরিষ্কার নয়।

তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার, যাতে মাঠে নিয়মিত খেলা হয়, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকে এবং দেশের ক্রিকেট আবার স্থিতিশীল পথে ফিরতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement