টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২০, ২৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সে ক্ষেত্রে তাদের জায়গায় কোন দলকে অন্তর্ভুক্ত করা হবে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে র‌্যাংকিংয়ের দিক থেকে পরবর্তী অবস্থানে থাকা দল হিসেবে স্কটল্যান্ডের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। বিষয়টি এখনও নিশ্চিতভাবে ঘোষণা না হলেও, সংশ্লিষ্ট মহলে এটি প্রায় চূড়ান্ত বলেই ধরা হচ্ছে।

এখনো স্পষ্ট নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ক্রিকেট স্কটল্যান্ডকে (সিএস) কোনো আমন্ত্রণ পাঠিয়েছে কি না। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বাংলাদেশের সম্ভাব্য বিকল্প হিসেবে এই সহযোগী দেশটির নাম ঘোষণার জন্য মঞ্চ অনেকটাই প্রস্তুত। এখন কেবল সময়ের অপেক্ষা।

এ বিষয়ে বিস্তারিত জানতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজের পক্ষ থেকে জানা গেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আদৌ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়েও এখনো ধোঁয়াশা রয়ে গেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আজ (শনিবার) দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।

তবে বর্তমান বোর্ডপ্রধান আমিনুল ইসলাম বুলবুল আইসিসি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন কি না, সে তথ্যও পরিষ্কার নয়। সব মিলিয়ে আপাতত যে চিত্র দেখা যাচ্ছে, তাতে বাংলাদেশের ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement