লিগামেন্ট ইনজুরি নিয়ে আবারও মাঠের বাইরে মেসি

লিগামেন্ট ইনজুরি নিয়ে আবারও মাঠের বাইরে মেসি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৮, ২২ আগস্ট ২০২৫

লিওনেল মেসির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বারবার ইনজুরিতে পড়ায় নিয়মিত মাঠে দেখা যাচ্ছে না আর্জেন্টাইন তারকাকে। সর্বশেষ লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন অনুপস্থিত। এতে প্রশ্ন উঠেছে-তাহলে কি ইনজুরি আর ছাড়ছেই না মেসিকে?

তিন দিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামলেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। প্রথমার্ধে ৪৫ মিনিট খেলার পর তার মধ্যে অস্বস্তির লক্ষণ দেখা দেয়। এমনকি মাঠে পায়ের মাংসপেশি চেপে ধরতে দেখা যায় মেসিকে। সেই কারণে টাইগার্সের বিপক্ষে লিগস কাপের ম্যাচে তাকে নামানো হয়নি।

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানো জানান, মেসি দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নেননি। তার ভাষায়,"লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৪৫ মিনিট খেলার পর সে অস্বস্তি অনুভব করে। আমরা বিষয়টি নজরে রাখছি। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, সে খেলতে পারবে কি না। সব নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।"

এর আগেও চলতি বছরে ইনজুরির কারণে ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচ মিস করেছেন মেসি। গত বছরও লিগামেন্ট ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সে সময়ে ক্লাব ও দেশের হয়ে মোট ১০টি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

ফলে আবারও ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় মেসির ধারাবাহিকতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি থাকায় বিষয়টি আর্জেন্টাইন ভক্তদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement