জিম্মি করে টাকা আদায়, যশোরে হানি ট্র্যাপ চক্র ধরা

জিম্মি করে টাকা আদায়, যশোরে হানি ট্র্যাপ চক্র ধরা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৬, ২১ আগস্ট ২০২৫

যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ও বৃহস্পতিবার (২১ আগস্ট) টানা অভিযানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে শারমিন (২১) এবং একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা (২৮)।

যশোর ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, এই চক্রটি শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে জিম্মি করে নির্যাতন ও টাকা হাতিয়ে আসছিল।

সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement